রানাঘাট ২: SIR নিয়ে কাজে সমস্যা, ভার্চুয়াল মিটিং এর বদলে ফিজিক্যাল মিটিং চেয়ে যুগলকিশোর পঞ্চায়েতে বিক্ষোভ BLO দের
এস আই আর নিয়ে কাজে সমস্যা, ভার্চুয়াল মিটিং এর বদলে ফিজিক্যাল মিটিং চেয়ে যুগলকিশোর পঞ্চায়েতে বিক্ষোভ বি এল ও দের। সূত্রের খবর, রানাঘাট 2 ব্লকের আড়ংঘাটা যুগলকিশোর পঞ্চায়েতের অধিনে কর্মরত বি এল ও দের সাথে শনিবার এক মিটিং করার জন্য বলে প্রশাসন। অভিযোগ, সেই মতন মিটিং করতে এসে বিএল ও রা দেখেন ভার্চুয়াল মিটিং হবে। আর তারই প্রতিবাদে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান বিএলও রা। তাদের দাবি, ভার্চুয়ালি মিটিং এর বলা বিষয় আমরা বুঝতে পারছিনা, আমাদের সমস্যা বোঝাতে পারছিনা।