পাড়া: পাড়া ব্লকের বিভিন্ন গ্রামে পানীয় জল পরিকাঠামো পরিদর্শনে কেন্দ্রীয় PHE প্রতিনিধি দল
Para, Purulia | Dec 4, 2025 পাড়া ব্লকের বিভিন্ন এলাকায় পানীয় জলের মান ও সরবরাহ ব্যবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে বৃহস্পতিবার পিএইচই দফতরের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনে আসে। দুপুর তিনটে নাগাদ প্রতিনিধি দল প্রথমে মাপুইডি, তারপর ঝাঁপড়া, জবড়রা ও কেল্যাহি গ্রামে যান। প্রতিটি এলাকায় তারা নব নির্মিত জল শোধনাগার, পাইপলাইন ব্যবস্থা এবং সরবরাহ প্রক্রিয়া খতিয়ে দেখেন। শুধু অবকাঠামোই