মাদারিহাট: বৃহস্পতিবার বীরপাড়ার কাছে গ্যারগান্ডা সড়কসেতুতে ফাটল ধরায় বন্ধ হল ভারী যান চলাচল
৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে বৃহস্পতিবার বীরপাড়ার কাছে গ্যারগান্ডা সড়কসেতুতে ফাটল ধরায় বন্ধ করা হল ভারী যান চলাচল। এদিন ভোরবেলা থেকে যান চলাচল বন্ধ করা হয়। এদিকে গাড়িচালকরা বিষয়টি জানতেন না। তাই ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন তাঁরা। ফলে ব্যাপক যানজট শুরু হয় ভোরবেলা থেকে। সেতুর দুদিকে এই মুহূর্তে কয়েক কিলোমিটার যানবাহনের লম্বা লাইন পড়েছে। ভোগান্তিতে হাজার হাজার মানুষ। ৩১ মে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে সেটি মেরামতের কাজ করছিল এশিয়ান হাইওয়ে অথরিটি