বহরমপুর: পলসনডা চত্বরে বাইক দুর্ঘটনায় জখম এক যুবক, চিকিৎসার জন্য আনা হয় বহরমপুর MMC- এ
বাইকে করে যাওয়ার পথে পলসনডা চত্বরে সামনে গরু চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে জখম এক যুবক, গতকালকের এই ঘটনার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর আজ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য