সুতি ২: চাঁদের মোড়ে পুলিশের জালে গাঁজা চক্র! বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার তিনজন
মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদের মোড় এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার নাকা তল্লাশির সময় তাদের কাছ থেকে ৩৪ কেজি ৬৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে সুতি থানার পুলিশ। বুধবার দুপুরে পুলিশ জানিয়েছে, ধৃতদের বুধবার বহরমপুরের বিশেষ আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। গাঁজা পাচারচক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ।