পূর্বস্থলী ২: পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকায় SIR শুরুর মাঝেই বিল থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল আধার কার্ড, ঘটনাস্থলে পুলিশ
বুধবার সকালে পূর্বস্থলী দু'নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিল থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার। বিলের পানা পরিস্কার করার সময় আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গতকাল থেকেই শুরু হয়েছে SIR আর তার পরের দিনই বিলের মধ্যে বস্তা বোঝাই আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল্য। জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজে, আবার কেউ বিলের পানা পরিষ্কারের জন্য এলাকায় হাজির হয়েছিলেন।