বালি-জগাছা: সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিক উপলক্ষে একতা যাত্রা হাওড়া কামারডাঙ্গা থেকে বালিটিকুরি পর্যন্ত
সর্দার বল্লভ ভাই প্যাটেল ১৫০ তম জন্মবার্ষিক পূর্তি উপলক্ষে হাওড়া জেলা বিজেপির তরফ থেকে ইছাপুর কামারডাঙ্গা থেকে হাওড়া আমতা রোডে বালটি কুড়ি পর্যন্ত একটি মিছিল বের করা হয়। এই মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন দাসনগর থানা থেকে বিরোধীদল নেতার শুভেন্দু অধিকারী।।