মঙ্গলকোট: মঙ্গলকোটের নওয়াপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া ৬টি তাজা বোমা নিষ্ক্রিয় করল CID-র বোম স্কোয়ার্ড, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
মঙ্গলকোটের নওয়াপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া ৬টি তাজা বোমা রবিবার নিষ্ক্রিয় করল CID-র বোম স্কোয়ার্ড। আর এই বোমা উদ্ধারের ঘটনায় এদিন আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নওয়াপাড়া এলাকার ডিভিসির সেচনালার পাশে একটি থলিতে ওইসমস্ত বোমাগুলি গতকাল স্থানীয়দের নজরে আসে। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জায়গাটিকে ঘিরে রাখে পুলিশ।