নিষিদ্ধ চোলাই মদ বিক্রি করা সন্দেহে চাপালি এলাকা থেকে শনিবার দুপুর একটা নাগাদ এক যুবককে আটক করল মিনাখা থানার পুলিশ মিনাখা থানার চাপালি এলাকায় এক যুবক গোপনে অবৈধভাবে নিষিদ্ধ চোলাই মদ বিক্রি করছে। গোপন সূত্রে গত কয়েকদিন ধরেই এমনটাই খবর আসছিল মিনাখা থানার পুলিশের কাছে। গোপন সেই খবরের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় পৌঁছে ওই যুবককে আটক করে। তার কাছ থেকে যদিও কোন মদ পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য শাহিনুর রহমান গাজী নামে ওই যুবককে আটক করে থানায় নিয