মেমারি ২: জায়গা সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর সঙ্গে মারামারির অভিযোগে শালিগ্রাম থেকে গ্রেফতার ১, মঙ্গলবার দুপুরে আদালতে পেশ
জায়গা সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর সঙ্গে মারামারির অভিযোগে শালিগ্রাম থেকে গ্রেফতার ১, মঙ্গলবার দুপুর দুটোই আদালতে পেশ, পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম সুকান্ত যশ,বয়স ৪৭ বছর, বাড়ি মেমারি থানার শালিগ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে চলতি মাসের গত ২১ তারিখে, গত ২১ তারিখ সন্ধ্যায়, সুকান্ত যশের সঙ্গে তার প্রতিবেশী এক ব্যক্তির মধ্যে, জায়গা সংক্রান্ত বিবাদ নিয়ে মারামারির ঘটনা ঘটে,