রায়গঞ্জ: SIR এবং CAA নিয়ে জেলা জুড়ে সহায়তা শিবির করে সরাসরি নজরদাড়ি BJP র
SIR এবং CAA নিয়ে জেলা জুড়ে সহায়তা শিবির করে সরাসরি নজরদাড়ি BJP র। শনিবার বিকালে BJP র জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, জেলা জুড়ে বিভিন্ন যায়গায় তাদের SIR ও CAA নিয়ে সহয়তা শিবির ও প্রচার চলছে। জেলার কর্মকর্তারা বিভিন্ন মন্ডলে গিয়ে সভা ও সচেতনতা শিবির করছে। মোটের উপর জেলা জুড়েই ভারতীয় জনতা পার্টি বুথ ভিত্তিক কর্মসুচী নিয়ে বুথ গুলোকে শক্তিশালী করছে।