আলিপুরদুয়ার ১: রাজ্য সরকারের পক্ষ থেকে ১ কোটি ৭৪ লক্ষ টাকা দেওয়া হলো শালকুমার এলাকায়
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আলিপুরদুয়ার বিধানসভার বিধায়ক সুমন কাঞ্জিলাল এর প্রচেষ্টায় আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার হাট এলাকায় সিসামারা নদীর ৫৮০ মিটার বোল্ডার বাঁধের শিলান্যস হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা টা নাগাদ জানা গেছে বিধায়কের কাছ থেকে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গ এবং এলাকার বাসিন্দারা। বেশ কিছুদিন আগে বন্যার দরুন শিসামারা নদীর বাঁধ ভেঙে যায়। বিধায়ক সুমন কাঞ্জিলাল এদিন ফিতা কেটে শিলান্যাস করেন।