সোনামুখী: সারাভারত কৃষক ক্ষেত মজুর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হল, ও মিছিল শেষে সোনামুখী ব্লকে ডেপুটেশন জমা দেওয়া হল
আজ খেতমজুর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হল।এই মিছিল প্রধান দাবি গুলি হল অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, ১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করা, দৈনিক মজুরি ৮০০ টাকা করা, সারের কালোবাজারি বন্ধ করা সহ একাধিক দাবি নিয়ে সারা ভারত ক্ষেতমজুর পক্ষ থেকে সোনামুখীতে ব্লকে ডেপুটেশন জমা দেওয়া হল