কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর শহরের কার্তিক পূজা বিসর্জনকে ঘিরে আবারো গন্ডগোল
কাত্তিক পূজো বিসর্জনকে কেন্দ্র করে আবারো গন্ডগোলের সৃষ্টি কৃষ্ণনগর কদমতলা ঘাট এলাকায়। গন্ডগোল ঠেকাতে গিয়ে গুরুতর আহত হলেন দুই যুবক।মঙ্গলবার রাতের দিকে ঘটনাটি ঘটেছিল কোতোয়ালি থানার অন্তর্গত কদমতলা ঘাট এলাকায়।