কোচবিহার ১: "দায়িত্ব সারা জীবন থাকবে না"কর্মীদের ভালোবাসাই আমার প্রাপ্তি বলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান
দায়িত্ব সারা জীবন থাকবে না, কর্মীদের ভালোবাসাই আমার প্রাপ্তি বলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান।উল্লেখ্য সম্প্রতি কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পৌর কর্মচারীদের রাসমেলা বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছেন। এরপরই আজ পৌর কর্মচারীরা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করেন।যদিও এই সময় কোচবিহার পৌরসভায় একটি ডামাডোল অবস্থায় চলছে। তার মধ্যে এই সংবর্ধনা পেয়ে আপ্লুত কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।