ওজনের কারচুপি আটকাতে বলরামপুর বাজারের একাধিক জায়গায় অভিযান চালালেন পুরুলিয়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং মেটরোলজি বিভাগ। বুধবার একটি যৌথ প্রতিনিধি দল হানা দেয় বলরামপুর ডেলি মার্কেটে। সেখানে তারা বাজারের একাধিক সবজি, মাছ-মাংস,ফল,মশলা প্রভৃতি দোকানদারের ওজনমেশিন এবং বাটখারা গুলি খতিয়ে দেখেন।