হবিবপুর: বুলবুলচন্ডীতে ভক্তিভরে সম্পন্ন হল প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামীর ১২তম বিরহ তিথি মহোৎসব
গত কয়েক বছরের মতো এবারও প্রবল ভক্তিভাবে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামীর ১২তম বিরহ তিথি মহোৎসব সম্পন্ন হল মালদার বুলবুলচন্ডীতে। গত সোমবার থেকে বুলবুলচন্ডী রাধা মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছিল প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামীর ১২তম বিরহ তিথি মহোৎসব। এই উপলক্ষে গত দুদিন ধরে নাম সংকীর্তন শেষে বৃহস্পতিবার শেষ দিনে ৬৪ মহন্তের ভোগ নিবেদন করা হয়। যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে।