SIR-এর পক্ষে আউশগ্রামের ছোড়ায় পথসভা করল বিজেপি। বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির নেতাকর্মীরা। জানা গিয়েছে, সামনেই বিধানসভা নির্বাচন। ফলতো এখন SIR নিয়ে সড়গরম রাজ্য রাজনীতি। আর SIR নিয়ে রাজ্যের শাসকদল অপপ্রচার চালাচ্ছে বলেই এদিন অভিযোগ করেন বিজেপির নেতাকর্মীরা। এই কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের পদাধিকারীরা।