জলপাইগুড়ি: টোটো রেজিস্ট্রেশন ফাঁদে একশ্রেণির বড় ব্যবসায়ী ও তৃণমূল নেতারা টোটো কিনে কিস্তিতে চালাবে, জলপাইগুড়িতে দাবি সিটুর
টোটো এবং ই রিকশা ইন্সুরেন্স ছাড়াই রেজিস্ট্রেশনের যে বার্তা কিছু শ্রমিক সংগঠনের দিচ্ছে সেটি ভাঁওতা, দাবী সিটুর। রবিবার জলপাইগুড়িতে *টোটো রেজিস্ট্রেশনে আর্থিক কেলেঙ্কারি, সর্বশেষ পরিস্থিতি ও আগামী কর্মসূচী* এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবী করেন সি আই টি ইউ অনুমোদিত টোটো চালক সংগঠণের জেলা নেতৃত্ব শুভাশিস সরকার। এই প্রসঙ্গে এদিন বিকেলে তিনি জানান গতকাল ও একটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইন্সুরেন্স ছাড়াই রেজিস্ট্রেশনের কথা বলা হয়