মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় মানুষের ভিড় উপচে পড়ল পুরুলিয়া ২ নম্বর ব্লকের পিঠাজোড় এবং চরগালি এলাকায় । মেলাগুলিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মোরগ লড়াই সহ অন্যান্য অনুষ্ঠান আয়োজিত হয় ।
পুরুলিয়া ২: মকর সংক্রান্তির মেলায় উৎসব প্রেমী মানুষদের ভিড় উপচে পড়লো পুরুলিয়া ২ নং ব্লকের পিঠাজোড় ও চরগালি এলাকায় - Purulia 2 News