পাঁশকুড়া: আজ পাঁশকুড়া বনমালী কলেজে অনুষ্ঠিত হল দন্ত পরীক্ষা ও পরামর্শ দান শিবির, এই শিবিরের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ।
আজ পাঁশকুড়া বনমালী কলেজর (স্বশাসিত) এন.এস.এস ইউনিটের উদ্যোগে ও ব্যাবস্থাপনায় কলেজে একটি দন্ত পরীক্ষা ও পরামর্শ দান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাঁশকুড়া বনমালী কলেজের (স্বশাসিত) অধ্যক্ষ ডঃ নন্দন ভট্টাচার্য্য ।এই শিবিরে কলেজের ছাত্র ছাত্রী সহ এবং এলাকার মানুষজনেদের নিয়ে মোট ৮৪ জনের দন্ত পরীক্ষা ও পরামর্শদান দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকগন। সকাল দশটা থেকে শুরু হয় চলে দুপুর দুটো পর্যন্ত।