নবদ্বীপ: সর্দার বল্লভ ভাই প্যাটেলের সার্ধ শতবর্ষ উপলক্ষে পীরতলা থেকে মনিপুর মোড় একতা যাত্রার আয়োজন নাগরিকবৃন্দের,উপস্থিত সাংসদ
Nabadwip, Nadia | Nov 19, 2025 বুধবার বিকেলে পীরতলা এলাকা থেকে মনিপুর মোড় পর্যন্ত একতা যাত্রার আয়োজন করা হয় নাগরিকবৃন্দের পক্ষ থেকে,বিভিন্ন বাদ্যযন্ত্র ও জাতীয় পতাকা সহ সর্দার বল্লভ ভাই প্যাটেলের সার্ধ শতবর্ষ উপলক্ষে একতা যাত্রায় অংশ নিতে দেখা যায় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার,অপর্ণা নন্দী সহ শতাধিক নাগরিকবৃন্দকে,উল্লেখ থাকে সর্দার বল্লভ ভাই প্যাটেল যেভাবে ভারতকে একত্রিত করেছিলেন,সেই একতার চেতনাকে তুলে ধরতেই একতা যাত্রা নাগরিকদের।