খানাকুল ১: SIR'কে নোংরা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল;আক্রমণ করে,বেশ কিছু তথ্য নিয়ে সাংবাদিক সম্মেলন খানাকুল বিধায়কের
SIR'কে নোংরা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল।তৃণমূলকে আক্রমণ করে মঙ্গলবার বেশ কিছু তথ্য নিয়ে সাংবাদিক সম্মেলন করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।জানা যায়,এদিন আরামবাগের দৌলতপুর জেলা কার্যলয়ে সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক।সেখান থেকে SIR ও তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে কি বললেন দেখুন।