বারাসাত ১: বিহারে বিজেপির জয়, বামনগাছিতে বিজয় মিছিল আবির খেলায় মাতলো বিজেপি সমর্থকেরা
বিহারে ভোট গণনা ব্যাপক সংখ্যা ভোটে বিজেপির জয়, বিজয় উল্লাসে মেতেছে বঙ্গের সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা, সেই একই ভাবে বিজেপির বিহার জয়ের উল্লাসে মাততে দেখা গেল বারাসাত সংগঠনিক জেলা বিজেপির মন্ডল চারের কর্মী সমর্থকদের, শুক্রবার সন্ধ্যায় বামুনগাছি স্টেশন রোডে বিজেপির মণ্ডল চাড়ের কার্যালয়ের সামনে থেকে বিজেপি কর্মীরা দলবদ্ধভাবে বিজয় মিছিল করে বামুনগাছি স্টেশন চত্তর প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এবং সেখানেই মেতে ওঠেন আবির খ