চাকদা: দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ জগদ্ধাত্রী পূজা উপলক্ষে।
Chakdah, Nadia | Nov 17, 2025 অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন চাকদহ শাখার উদ্যোগে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ভালোবাসার মানুষদের মধ্যে শীতবস্ত প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ জেলা সভাপতি INTTUC সনৎ চক্রবর্তী, চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার, চাকদহ শহর INTTUC সভাপতি তাপস অধিকারী,চাকদহ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অনামিকা দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ রাত ৮:৩০ মিনিট নাগাদ উঠে এলো এমনই ছবি