ক্যানিং ১: ক্যানিং এর হেরোভাঙা গ্রামে অন্তঃসত্তা মহিলাকে মারধরের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
টাকা না দেওয়ায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের হেরোভাঙা গ্রামে। সেখানে পাঁচু সরদারের সাথে মধু সরদারের দীর্ঘদিন ধরে জমির বিবাদ চলছিল। সেই জমি বিবাদ মীমাংসা করে দেন এলাকার জনপ্রতিনিধিরা। তারপর থেকে স্থানীয় যুবক সন্তু সরদার টাকার জন্য চাপ দিচ্ছিল মধু সরদারের পরিবারকে। মধুর পরিবারের উপর চড়াও হয়ে রাতে হামলা চালানো হয়। শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের হয়েছে।