কালচিনি: কৃষি দফতরের তরফে সোমবার কালচিনি ব্লকের কৃষকদের মুসুর ও সরষের বীজ দেওয়া হল
কৃষি দফতরের তরফে সোমবার কালচিনি ব্লকের কৃষকদের মুসুর ও সরষের বীজ দেওয়া হল।এদিন ব্লকের বিশ্বনাথ পাড়ার সকল কৃষকদের ৪ কেজি মুসুর ও ২ কেজি সরষের বীজ দেওয়া হয়। ধান কাটার পর অনায়াসেই সেই জমিতে এই দুই ফসল কৃষকেরা চাষ করতে পারবেন বলে কৃষি দফতর তরফে জানানো হয়। উক্ত এই কর্মসূচিতে আলিপুরদুয়ার মহকুমা সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) রজত চট্টোপাধ্যায় , কালচিনি সহ কৃষি অধিকর্তা প্রবোধ মন্ডল ও জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।