পাঁশকুড়া: মেচগ্রামে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সাব স্টেশনের অদূরে একটি মাঠে আগুন, কাঠের মিলে ছড়িয়ে পড়ে আগুন; ঘটনাস্থানে দমকলবাহিনী
রবিবার দুপুর ২টো নাগাদ মেচগ্রাম ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সাব স্টেশনের অদূরে একটি মাঠের মধ্যে আগুন দেখতে পান অপারেটররা। কাছেই ১১ হাজার ভোল্টের তার থাকায় আগুন নেভানোর কাজ শুরু করেন দপ্তরের কর্মীরা। সেই আগুন পাশের একটি কাঠ মিলে ছড়িয়ে পড়ায় সেখানে প্রায় ২০-৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর দমকলবাহিনী ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।