রায়গঞ্জ: পথ দুর্ঘটনায় জখম ব্যক্তির রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু চাঞ্চল্য কুশুমন্ডির খাগড়াকুড়ি এলাকায়
পথ দুর্ঘটনায় জখম ব্যক্তির রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু চাঞ্চল্য কুশুমন্ডির খাগড়াকুড়ি এলাকায়। শুক্রবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম বিভাস দাস, বয়েস আনুমানিক ৫৬ বছর, পেশায় টোটো চালক, বাড়ি কুশুমন্ডির বলদাহার এলাকায়। পরিবারের দাবী মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হন। পরিবার দুপুরে খবর পায় খাগড়াকুড়ি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে বিভাস দাস।