আলিপুরদুয়ার ১: বিহারের ভোটে NDA-এর বড় জয়ের পরই আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে উল্লাস বিজেপির নেতা কর্মীদের,উপস্থিত MP
বিহারে আরেকবার NDA সরকার গঠন করতে চলেছে।বিপুল জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি ও JDU। আর এই খবরের পরই জয়ের উল্লাস ধরা পড়েছে বিজেপির নেতা কর্মীদের মধ্যে।শুক্রবার দুপুর দেড়টা নাগাদ আলিপুরদুয়ার জেলা বিজেপির কার্যালয়ে বাইরে উল্লাস নজরে আসে বিজেপির নেতা কর্মীদের।জেলার বিভিন্ন এলাকা থেকে বিজেপির নেতারা ওই উল্লাসে সামিল হয়।