গড়বেতা ২: মধু উৎপাদনে আগ্রহী গড়ে তুলতে মধু উৎপাদন ও মৌমাছি পালনের প্রশিক্ষণ ও বিতরণ গোয়ালতোড়ে
মৌমাছি পালন ও মধু উৎপাদনে এলাকার কৃষকদের আগ্রহী করে তুলতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু'নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোয়ালতোড় BDO অফিস প্রাঙ্গনে মৌমাছি বিতরণ ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, এই প্রশিক্ষণ শিবিরের উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে, ADA ও কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ কুমার দাস সহ অন্যান্য ব্লক প্রশাসনের কর্মকর্তারা,জানা গিয়েছে ১৫ জন কৃষকের হাতে তুলে দেয়া হয় মৌমাছি পাশাপাশি দেওয়া হয় প্রশিক্ষণ।