ফালাকাটা: মঙ্গলবার ফালাকাটার দলগাঁওবস্তিতে মৃত যুবকের পরিবারকে বুধবার ৫ লক্ষ টাকার চেক দিল বনদপ্তর
মঙ্গলবার ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তিতে রাহুল টুডু নামে এক যুবকের মৃত্যু হয় হাতির আক্রমণে। বুধবারই তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকার চেক ক্ষতিপূরণ হিসেবে তুলে দিল বনদপ্তর। মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায় ছাড়াও এদিন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায়, আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহারা বুধবার রাহুলের বাড়িতে যান। পরিবারকে সমবেদনা জানান সুভাষচন্দ্র রায়। দীপনারায়ণ সিনহা জানান, মাদারিহাট বীরপাড়া এবং ফলাকাটা ব্লকে প