ক্যানিং ১: ক্যানিং জুড়ে মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি
শনিবার সকাল থেকেই ক্যানিং এর আকাশ ছিল মেঘে ঢাকা। ক্যানিং এলাকা জুড়ে দফায় দফায় বৃষ্টি ও হয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রা ছিল যথেষ্ট কম। রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে সম্ভবনা বলে দাবি আবহাওয়া দফতরের।