রানাঘাট ১: ভিন রাজ্যের রেশনে বিক্রির গম মজুত ও বিক্রির অভিযোগ,নতুনহাট থেকে গ্রেফতার ব্যক্তিকে রানাঘাট আদালতে পাঠালো শান্তিপুর পুলিশ
ভিন রাজ্যের রেশনে বিক্রির গম বেআইনি ভাবে মজুত ও বিক্রির অভিযোগ, নতুনহাট থেকে গ্রেফতার ব্যক্তিকে রানাঘাট আদালতে পাঠালো শান্তিপুর পুলিশ। সূত্রের খবর, সোমবার বিকেলে রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় শান্তিপুরের নতুন হাট এলাকায় এক ব্যবসায়ী তার গোডাউনে ভিন রাজ্যের রেশনের বস্তা বস্তা গম মজুত রেখে বিক্রি করছে। আর এর পরই ডি ই বি শান্তিপুর পুলিশ কে নিয়ে অভিযান চালিয়ে নতুন হাটের একটি গোডাউন থেকে 93 বস্তা গম বাজেয়াপ্ত করে ও গোডাউনের মালিককে গ্রেফতার করে।