ফালাকাটা: ফালাকাটা থানার এএসআই ও জটেশ্বর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শিশু শিক্ষা কেন্দ্রে পালিত হল শিশু দিবস
শুক্রবার ফালাকাটা থানার এএসআই দিলীপ কুমার সরকার ও জটেশ্বর ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান নাংডালা লাইন শিশু শিক্ষা কেন্দ্রে পালিত হল শিশু দিবস। উৎসবের আবহেই এদিন কচিকাঁচারা মেতে রইলো অন্য আনন্দে। জানা গিয়েছে, ওই শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় ৮০ জন খুদে পড়ুয়াদের হাতে খাতা, পেনসিল থেকে অন্যান্য শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।