দাসপুর ১: খুকুড়দহে মুখ্যমন্ত্রীর দেওয়া ট্রমা কেয়ার সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করলেন MLA
এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে রয়েছে ৩৫ ধরনের চিকিৎসা পরিষেবা, যা বিশেষ করে প্রত্যন্ত গ্রাম ও দুর্গম এলাকায় পৌঁছে মানুষজনেদের চিকিৎসা পরিষেবা দেবে। খুকুড়দহ এলাকায় এই অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করলেন দাসপুর বিধাসভার বিধায়িকা মমতা ভূঁইয়া , উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ হুদাইত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।