আলিপুরদুয়ার ১: দলীয় পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে আলিপুরদুয়ার শহরে মিছিল করলো বিজেপির নেতারা
সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় একতা যাত্রা করা হচ্ছে। মঙ্গলবার আলিপুরদুয়ার শহরে একই রকম একতা যাত্রার আয়োজন করা হয়।এদিন শহরের কোর্ট মোড় থেকে চৌপথি পর্যন্ত একতা যাত্রা হয়।সেখানে অংশ নেয় বিজেপির নেতারাও।তবে কোনো দলীয় পতাকা নয় বরং জাতীয় পতাকা হাতে ওই যাত্রা হয়।সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চৌপথিতে আবার একটি পথসভাও করা হয়।