পূর্ব মেদিনীপুর জেলার শতবর্ষ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নন্দীগ্রাম BMT শিক্ষা নিকেতনে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০জন বাঙলী ব্যক্তিত্বের জীবনী ও মূল্যায়নের উপর নন্দীগ্রামের বিশিষ্ট লেখক পীযুষ কান্তি ভুঁইয়া রচিত শতবর্ষের আলোকে কয়েকজন বাঙালী ব্যক্তিত্ব বই প্রকাশিত হল। এক সাক্ষাৎকারে লেখক পীযুষ কান্তি ভুঁইয়া জানান এপর্যন্ত ২৭টি বই প্রকাশিত হয়েছে। নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকার পাঠক গন পড়ছেন। তাদের সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থি