কৃষ্ণনগর ১: প্রত্যাশা মত সোমবার সকাল থেকে চালু হয়ে গেল কৃষ্ণনগর - আমঘাটা রুটে ট্রেন চলাচল, দীর্ঘদিনের জল্পনার অবসান হল
সোমবার সকাল থেকেই কৃষ্ণনগর আমঘাটা রুটে শুরু হল বহু প্রতীক্ষিত রেল চলাচল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট ন্যারোগেজ রেলপথকে ব্রডগেজ এ রূপান্তরিত করার ঘোষণা করেন। দীর্ঘ ১৫ বছর পর অবশেষে সফলতা এলো সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে। গত শনিবার কৃষ্ণনগর আমঘাটা রুটে রেলপথ এবং ট্রেন চলাচলের শুভ সূচনা হয়। সেই মোতাবেক সোমবার সকাল থেকে শুরু হল কৃষ্ণনগর আমঘাটা রুটে ট্রেন চলাচল। প্রতিদিন সকাল দুপুর এবং রাত্রে চলবে ট্রেন।