হবিবপুর: ডিজিটালাইজেশন নিয়ে সমস্যায় পড়েছেন BLO–রা, সমস্যা সমাধানে হবিবপুর বিডিওর দ্বারস্থ
হবিবপুর ব্লকের বিভিন্ন বুথে কাজ করতে গিয়ে ভোটারদের তথ্য ডিজিটালাইজেশন নিয়ে সমস্যায় পড়ছেন BLO–রা। সোমবার একাধিক BLO হবিবপুরের বিডিও–র কাছে লিখিত অভিযোগ জমা দেন,তাঁদের দাবি, এনিউমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ তারা নিয়মমতো করছেন, কিন্তু ডিজিটাইজেশন প্রক্রিয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। অনেকের প্রযুক্তিগত দক্ষতা নেই, নেই প্রয়োজনীয় পরিকাঠামো ও ইন্টারনেট সংযোগও,এই কারণে তাঁরা ডিজিটালাইজেশন সংক্রান্ত অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।