আড়শা: ১৮ নং জাতীয় সড়কের ধানাড়া মোড়ে অদূরে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত চার যুবক
Arsha, Purulia | Nov 15, 2025 পুরুলিয়ার টাটা ১৮ নম্বর জাতীয় সড়কের আড়শা থানার ধানারা মোড়ের অধুরে অজ্ঞাত পরিচয় কোন গাড়ির ধাক্কায় গুরুতর আহত চার যুবক। পুলিশও স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ে যায় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে।