ঝালদা ১: ঝাড়খন্ড সীমান্তবর্তী সিল্লী এলাকায় বুনো হাতির আতঙ্ক
ঝাড়খন্ড সীমান্তবর্তী সিল্লী এলাকায় বুনো হাতির আতঙ্ক প্রায় দিনই বুনো হাতির দৌরাত্মের খবর সামনে আসে।কখনো ফসল নষ্ট, বাড়ি ভেঙে ফেলা, এমনকি প্রাণে মেরে ফেলার ঘটনাও সামনে আসে। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা যায় ঝাড়খন্ড সীমান্তবর্তী সিল্লী রেঞ্জের বিভিন্ন এলাকায় বুনো হাতি রয়েছে। যার ফলে পথ চলতি মানুষ, যানবাহন আরোহী সকলে প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন। যদিও বন বিভাগের কর্মীরা নিরন্তর পাহারা দিচ্ছেন। শনিবার বিকেল চারটা নাগাদ লক্ষ্য করা গেল দিনের আলো