চাকদা: গোবিন্দপুরে টোটো স্কর্পিও সংঘর্ষে দুই জনের মৃত্যুর ঘটনায় ঘাতক স্কর্পিও চালককে চাকদা থেকে গ্রেফতার করলো শান্তিপুর পুলিশ
Chakdah, Nadia | Nov 13, 2025 গোবিন্দপুরে টোটো স্কর্পিও সংঘর্ষে দুই জনের মৃত্যুর ঘটনায় ঘাতক স্কর্পিও চালককে চাকদা থেকে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, চলতি মাসের 3 তারিখ শান্তিপুরের গোবিন্দপুরে 12 নম্বর জাতীয় সড়কে টোটো ও স্কর্পিও সংঘর্ষ ঘটে। ঘটনায় মৃত্যু হয় 2 জনের, আহত হন দুই শিশু সহ 7 জন। সেই ঘটনায় পুলিশ ঘাতক স্কর্পিও টি আটক করলেও পলাতক ছিল চালক। আর সেই ঘটনার প্রায় 10 দিনের মাথায় ঘাতক গাড়ী চালককে চাকদা থেকে গ্রেফতার করলো পুলিশ।