নবদ্বীপ: শ্রীশ্রী গুরুনির্যান মহা-মহোৎসবের সমাপ্তি দিনে রানীরঘাট থেকে অসংখ্য ভক্ত সমাগমে গঙ্গা বিহার রাধা মদনমোহন মন্দিরের
Nabadwip, Nadia | Nov 17, 2025 সোমবার দুপুরে রানীরঘাট হইতে অসংখ্য ভক্ত সমাগমে নৌকায় ভাগীরথীর বক্ষে গঙ্গা বিহারের মধ্য দিয়ে সমাপ্ত হল ব্রজানন্দ গোস্বামী রোড রাধা মদনমোহন জিউ মন্দিরের ১০ দিন ব্যাপী শ্রীশ্রী গুরুনির্যান মহোৎসব,উল্লেখ থাকে বিগত বছরের ন্যায় এ বছরও গত ৭ নভেম্বর অধিবাসের মধ্যে দিয়ে সুচনা হয়েছিল ১০ দিনব্যাপী শ্রীশ্রী গুরু নির্যান মহামহোৎসব,এরপর একে একে কৃষ্ণলীলা কীর্তন ও রবিবার অহরাত্র নাম সংকীর্তন শেষে গঙ্গা বিহারের মধ্যে দিয়ে সমাপ্ত হয় মহামহোৎসব।