ঝোপঝাড়ে উঁকি দিচ্ছে তিনটি লেপার্ড ক্যাটের শাবক। এই ঘটনায় রবিবার ব্যাপক চ্যাঞ্চল্য ছড়ালোৎ এলাকায়। আলিপুরদুয়ার জেলার ডীমা চা বাগান লাগোয়া ঝোপঝাড়ে দেখা মিলেছে লেপার্ড ক্যাটের শাবক। আর এই লেপার্ড ক্যাট দেখতে ভিড় জমিয়েছে উৎসাহী জনতা। রবিবার দুপুরে লক্ষ্য করা যায় ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছেছে তারা শাবক গুলোর উপর নজর রেখেছে। যাহাতে মা শাবক গুলো নিয়ে যায় এজন্য ঐ এলাকায় শাবক গুলো রাখা হয়েছে।