লালগোলা: আগামীকাল পর্দা উঠছে লালগোলা প্রচেষ্টা সুপার কাপ ২০২৫–এ, ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে উত্তেজনার প্রস্তুতি
লালগোলা ফুটবলপ্রেমীদের জন্য আবারও আসছে ক্রীড়ার বড় উৎসব। আগামীকাল থেকে শুরু হচ্ছে লালগোলা প্রচেষ্টা সুপার কাপ ২০২৫, যেখানে অংশ নেবে মোট ৮টি দল। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লালগোলা এম এন একাডেমি স্কুল মাঠে, বিকেল ২:৩০ মিনিটে। উদ্বোধনে উপস্থিত থাকবেন লালগোলার ভারপ্রাপ্ত আধিকারিক সন্মানীয় অতুনু দাস, যার উপস্থিতি এই আয়োজনে আরও গৌরব যোগ করবে। ২১শে নভেম্বর থেকে শুরু হয়ে ২৮শে নভেম্বর পর্যন্ত চলবে এই ফুটবল প্রতিযোগিতা। স্বেচ্ছাসেবী সংস্থা লালগো