বাঘমুণ্ডী: ফের চর্চায় পুরুলিয়ার বাঘমুন্ডি, ১৬ দিনে এসআইআর এর কাজ সম্পূর্ণ করে নজির সৃষ্টি বিএলওর
ফের চর্চায় পুরুলিয়ার বাঘমুন্ডি, ১৬ দিনে SIR এর কাজ সম্পূর্ণ করে নজির সৃষ্টি BLO-র দেশের মোট ১২ টি রাজ্য চলছে SIR এর কাজ। তাঁর মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। রাজনৈতিক সংঘাতের মধ্যেই এই কাজ দ্রুত গতিতে চলছে। যেখানে অনেক BLO কাজ থেকে অব্যাহতি নিতে চাইছেন। হাউমাউ করে কেঁদে ফেলছেন কাজের চাপে। সেখানে মাত্র ১৬ দিনের মধ্যে SIR এর কাজ সম্পন্ন করে নজির সৃষ্টি করেন পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের গাগী গ্রামের বাসিন্দা শিক্ষক নারায়ণ চন্দ্র দে। তিনি বাগতি আদিবাসী প্রাথমিক