রানাঘাট ১: সর্দার বল্লভ ভাই প্যাটেল এর জন্ম দিবসকে সামনে রেখে দেশ জুড়ে একতা যাত্রার উদ্যোগ,রানাঘাটে বললেন MP জগন্নাথ সরকার
সর্দার বল্লভ ভাই প্যাটেল এর জন্ম দিবসকে সামনে রেখে প্রায় একমাস ব্যাপী দেশ জুড়ে একতা যাত্রার উদ্যোগ নিয়েছে বিজেপি। আর তারই অঙ্গ হিসেবে এবার বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিলো বিজেপি নদীয়া দক্ষিনের যুবমোর্চা। গত 31 শে অক্টোবর ছিল সর্দ্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস। এই বছর বল্লভ ভাই প্যাটেলের 150 তম জন্ম দিবস পালন করছে বিজেপি। দেশ জুড়ে আগামী 25 তারিখ পর্যন্ত একতা যাত্রা করছে বিজেপি যুব মোর্চা। শনিবার রানাঘাটে বিজেপি দলীয় কার্যালয়ে MP জগন্নাথ সরকার বলেন......