বোলপুর-শ্রীনিকেতন: ক্ষতিপূরণ না মেলায় SDO অফিস ঘেরাও, ধান দাহ করে প্রতিবাদ কৃষক সংগঠনের
আজ ২৪ শে নভেম্বর আনুমানিক সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ শোষক পোকায় ক্ষতিগ্রস্ত ধানের ক্ষতিপূরণের দাবিতে বোলপুরে SDO অফিসের সামনে ধান পুড়িয়ে বিক্ষোভ দেখাল কৃষকসভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও কৃষি-গ্রামীণ শ্রমিক ইউনিয়ন। বীরভূমের কৃষকদের অভিযোগ—শোষক পোকায় ব্যাপক ক্ষতি সত্ত্বেও প্রশাসন ক্ষতিপূরণের উদ্যোগ নিচ্ছে না। দ্রুত ক্ষতির মূল্যায়ন ও ক্ষতিপূরণ না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতারা।