আসছেন অভিষেক বৃত্তিহুদা অঞ্চলে আজ আঞ্চলিক তৃণমূল নেতৃত্বের বৈঠক, আগামী ১৮ ই জানুয়ারী রবিবার চাপড়ায় জনসভা করতে আসতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জী, আর সেই কারণে আজ চাপড়ার বৃত্তিহুদা অঞ্চলে নেতৃত্বরা কর্মী সমর্থকদের নিয়ে একটি বৈঠক করেন আর এই বৈঠকে ওই দিনের কর্মসূচী গৃহীত হয় আর আজ বিকেল ৪ টে নাগাদ এমনই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।